ফুয়েল সংকটে ইংল্যান্ড, ফুয়েল পেল না রোনালদোর গাড়ি

0
0

ট্রাক ড্রাইভারের সংকটের কারণে ব্রিটেনে পাম্পগুলোতে এখন ফুয়েল, পেট্টলের সংকট পরেছে। কারণ ড্রাইভার না থাকায় পাম্পগুলোতে সাপ্লাই বন্ধ হয়ে আছে বা খুব কম সাপ্লাই আসছে।

এ কারণে এখন পাগলের মতো ফুয়েল বা পেট্টল কিনতে শুরু করেছে ব্রিটেনের সাধারণ জনগণরা। তাদের আশঙ্কা কয়েকদিন পর গাড়ি চালানোর মত তেলই পাবেন না তারা।মানুষের এমন আশঙ্কা ও পাগলামির কারণে কিছু মানুষও বিপদে পরেছেন। তারা সাধারণভাবে গাড়ির জন্য ফুয়েল আনতে গিয়ে তা পাচ্ছেন না। এজন্য বিড়ম্বনায় পরতে হচ্ছে তাদের।

এবার ব্রিটেনের এ ফুয়েল সংকটের শিকার হয়েছেন ফুটবল সুপারস্টার ক্রিম্চিয়ানো রোনালদো। ড্রাইভারকে পাঠিয়ে নিজের ২ লাখ ৫০ হাজার ইউরোর ব্রেন্টলে গাড়িটি তিনি পাঠিয়েছিলেন ফুয়েল আনতে। কিন্তু সাত ঘন্টা অপেক্ষা করেও ব্যর্থ হয়েছেন তার ড্রাইভার। গাড়ির জন্য এক ফোঁটা ফুয়েলও পায়নি রোনালদোর গাড়ি। ব্যর্থ হয়ে অবশষে গাড়ি নিয়ে ফিরে যেতে হয় রোনালদোর ড্রাইভারকে।

ফুয়েল না থাকায় দীর্ঘক্ষন অপেক্ষা করতে হয় রোনালদোর গাড়িকে। তার ড্রাইভার আশায় ছিল ফুয়েল নিয়ে পাম্পে কোন ট্রাক আসবে। এরপর গাড়ি ভর্তি করে তা নিয়ে যাবেন। কিন্তু তা আর হলো না। সূত্র : দি সান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here