চট্টগ্রামের আগ্রাবাদে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যাওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ছাত্রী শেহেরীন মাহবুব সাদিয়ার (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে মাজার গেট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহত শেহেরীন নগরের হালিশহর বড়পোল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ছাত্রী ছিলেন। সোমবার রাতে মামার সঙ্গে চশমা কিনতে আগ্রাবাদ মাজার গেট এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে সোয়া ১০টার দিকে নালায় পড়ে যান। ভাগনিকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে নালায় লাফ দেন মামাও। কিন্তু আবর্জনা ভর্তি নালায় ভাগনির হদিস পাননি তিনি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, নালায় পড়ে ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ওই নালায় আবর্জনার বিপুল স্তূপ জমে ছিল। আবার আবর্জনার নিচে পানি চলাচল ছিল। এ কারণে পড়েই তলিয়ে যান ওই ছাত্রী।
তিনি আরও জানান, রাত ২টা ৫০ মিনিটের দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে ৩০ গজ দূর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।