আরও ২২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

0
0

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ১৬ হাজার ৪৫১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২২৯ জনের মধ্যে ৫৩ জন ঢাকার বাইরে এবং বাকি ১৭৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৯ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৯৯ জন রোগী ভর্তি আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here