তিনি নেই তবুও বাংলাদেশের চলচ্চিত্রের রোমান্টিক যুবরাজ আজও বেঁচে আছেন দর্শকের মনোজগতে। জেগে আছেন তরুণ-তরুণীর তর্কে, স্মৃতিচারণায়। সবার মুখে প্রায়ই শোনা যায়- ‘সালমান শাহর মতো নায়ক চলচ্চিত্রে আর কেউ এলো না!’ আজ এ নায়কের জন্মদিন।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি। বেঁচে থাকলে আজ ৫০-এ পা দিতেন ঢাকাই ছবির এ স্টাইল আইকন। বিশেষ এই দিনে সালমান শাহকে স্মরণ করছে তার ভক্তরা। পাশাপাশি সিনেমা জগতের তারকা এবং সহশিল্পীরাও ভালোবাসা স্মরণ করছেন ভালোবাসা পাঠাচ্ছেন।
অমর নায়কের সঙ্গে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ঢাকাই ছবির সফর জুটি বলতে তাদের নামও চলে আসে সর্বাগ্রে।
সালমান শাহর জন্মদিনে শাবনূর তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি বিশেষ বার্তা দিয়েছেন শাবনূর। সেখানে বলেছেন, ‘সালমান শাহ- এমন একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে সোনালি সময়। অতি অল্প সময়ে অগণিত ভক্তের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। প্রতি বছর এদিন কোটি ভক্তের হৃদয় আলোড়িত করে সালমান শাহ ফিরে আসেন ক্ষণিকের জন্য। অকাতর ভালোবাসা অঞ্জলি নিয়ে ফিরে যান অযুত নক্ষত্র ভিড়ে। ভালো থেকো সালমান শাহ, প্রতিদিন; যেখানেই আছো।’
শাবনূর আজও সালমান শাহের নায়িকা হিসেবে সবার কাছে সমাদৃত, সম্মানিত। সালমান শাহ-শাবনূরের জুটি হওয়া দর্শকপ্রিয় ছবিগুলো হচ্ছে ‘সুজন সখী’, ‘তোমাকে চাই’, ‘শুধু তুমি’, ‘বিক্ষোভ’, স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘জীবন সংসার’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’ ‘বিচার হবে’, ‘আনন্দ অশ্রু’।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় কাজ করেছিলেন তিনি। পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ।