শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে পাকিস্তান থেকে চলে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাদের এমন সিদ্ধান্তকে কঠোরভাবে সমর্থন দিয়েছে দেশটির সরকার। যদিও বিভিন্ন জায়গা ও আন্তর্জাতিক ক্রিকেট কমিউনিটি থেকে নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করা হচ্ছে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে মাঠে নামার কয়েক মিনিট আগে, সিরিজটিতে না খেলার কথা জানায়। কারণ তাদের উপর নাকি সন্ত্রাসী হামলা করার হুমকি দেয়া হয়েছে।
এ হুমকি কে দিয়েছে? এ বিষয়টি না জানা গেলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবামাধ্যমগুলো জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে ও দেশটির সরকারের কাছে সম্ভাব্য এ হামলার কথা জানিয়েছে ‘ফাইভ আইস’ নামক একটি গোয়েন্দা সংস্থা। এ সংস্থাটি গঠিত হয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা ও গোয়েন্দাদের সমন্বয়ে।
এ সংস্থাটির দেয়া তথ্যটিকে গুরুত্বের সহকারে নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপর তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে। ব্যপারটি জটিল হয়ে গেলে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফোন দেন। ইমরান খান নিরাপত্তার ব্যপারে আস্বস্ত করেন। কিন্তু তাতেও মন গলেনি নিউজিল্যান্ডের সরকারের। তারা ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেয় ক্রিকেটারদের যত দ্রত সম্ভব দেশে ফিরিয়ে আনতে।
২০০৩ সালের পর নিউজিল্যান্ড ক্রিকেট দল এবারই প্রথমবারের মতো পাকিস্তান সফরে যায়। বছরের হিসাবে যা দীর্ঘ ১৮ বছর। কিন্তু সিরিজে একটি ম্যাচও না খেলে নিরাপত্তার অজুহাত দিয়ে তারা পাকিস্তান ত্যাগ করে। সূত্র: দি নিউজ।