গত কয়েক দিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা হঠাৎ বেড়ে যাওয়ায় রাঙ্গামাটি পর্যটনের আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজটি পানিতে ডুবে গেছে।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন এর কর্মকর্তা মোঃ সোহেল জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত ব্রিজ ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য আজ ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ব্রিজে পারাপার বন্ধ করে দেয়া হয়েছে।
আশির দশকের দিকে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। পরে পর্যটন কর্পোরেশন পর্যটকদের পারাপারের সুবিধায় দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করে রাঙ্গামাটির আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজুটি।
দেশে-বিদেশে ঝুলন্ত ব্রিজটি ব্যাপক আকারে পরিচিতি পেয়েছে। প্রতি বছর পর্যটন মৌসুমে রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি উপভোগ করতে
রাঙ্গামাটিতে প্রচুর পর্যটকের আগমন ঘটে।
রাঙ্গামাটিতে প্রচুর পর্যটকের আগমন ঘটে।
তবে পর্যটনের আকর্ষণীয় এই ব্রিজটি সংস্কার করে স্থায়ী ও দৃষ্টিনন্দন করতে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পর্যটন কর্তৃপক্ষ।