যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস

0
0

পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডমিনিক রাবকে সরিয়ে তার জায়গায় লিজ ট্রাস নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রথমবারের মতো মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় ধরনের রদবদল ঘটিয়েছেন তিনি। তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

ডমিনিক রাবকে করা হয়েছে নতুন আইনমন্ত্রী। আফগানিস্তান থেকে বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিদেশি সেনা ও মিত্রদের প্রত্যাহারের ঘটনায় সমালোচনার মুখে রাবকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরানো হলো।

আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময় ছুটি কাটাচ্ছিলেন রাব। এর পরেই তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। তারই খেসারত রাবকে দিতে হতে হলো বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

জনসন অবশ্য রাবকে লর্ড চ্যান্সেলর এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবেও নিয়োগ দিচ্ছেন।

লিজ ট্রাস নতুন পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় ব্রিটিশ মন্ত্রিসভায় এখন শীর্ষ চার পদের মধ্যে দুটোতেই আসীন হলেন নারী। ৪৬ বছর বয়সী ট্রাস গত দু’বছর বাণিজ্যমন্ত্রী ছিলেন।

বিশ্বব্যাপী নানা দেশের সঙ্গে একাধিক ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি করেছেন তিনি। কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যে তার জনপ্রিয়তা আছে।

শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন, আইনমন্ত্রী রবার্ট বাকল্যান্ড এবং স্থানীয় সরকার ও সম্প্রদায় বিষয়ক মন্ত্রী রবার্ট জেনেরিককে বরখাস্ত করেছেন জনসন।

কনজারভেটিভ পার্টির চেয়ারপারসন আমান্ডা মাইলিংকেও বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের অপসারণ নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে এ যাত্রায় স্বপদে বহাল থাকছেন প্রীতি। অর্থমন্ত্রী হিসেবে ঋষি সুনকের ওপরেই আস্থা রেখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here