লেবাননের সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননকে সহায়তায় জ্বালানি সরবরাহকারী ইরানি জাহাজ এই সপ্তাহেই দেশটিতে পৌঁছাবে। সোমবার এক টেলিভিশন ভাষণে এই তথ্য জানান তিনি।
হাসান নাসরুল্লাহ বলেন, রোববার জাহাজটি সিরিয়ার বন্দরে এসে পৌঁছেছে। তিনি আশা করেন, বৃহস্পতিবার এই জ্বালানি লেবাননে এসে পৌঁছাবে।
এর আগে গত মাসে হাসান নাসরুল্লাহ ঘোষণা করেছিলেন, লেবাননের জ্বালানি সংকট মোকাবিলায় তিনি ইরান থেকে জ্বালানি তেল কেনার ব্যবস্থা করছেন।
লেবাননে সরকার গঠনে ১৩ মাসের অচলাবস্থা শেষে শুক্রবার নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতির মন্ত্রিসভা গঠনের পর জ্বালানিবাহী ইরানি ট্যাঙ্কারের আসার খবর পাওয়া গেলো।
সাইয়েদ হাসান নাসরুল্লাহ তার ভাষণে বলেন, জ্বালানি তেলবাহী দ্বিতীয় অপর একটি ইরানি জাহাজ কিছুদিনের মধ্যেই সিরিয়ায় আসছে। এমনিভাবে জ্বালানিবাহী তৃতীয় ও চতুর্থ জাহাজও আগমনের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, ‘আমরা পুরো একটি বহরই আনতে পারি… কিন্তু আমরা চাইনা কেউ এতে উত্যক্তবোধ করুক।’
হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননের পাউন্ডেই এই জ্বালানি কেনা হয়েছে। এগুলো প্রথমে হাসপাতাল, এতিমখানা ও বয়োবৃদ্ধ লোকদের বাড়িতে যাবে এবং হিজবুল্লাহর নিয়ন্ত্রিত গ্যাস স্টেশনে তা সরবরাহ করা হবে।
তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য বাণিজ্য বা লাভ করা নয়। আমাদের লক্ষ্য জনগণের দুর্ভোগকে উপশম করা। আমরা সরকারের সাথে কোনো প্রতিযোগিতা করতে চাই না বরং আমরা চাই বাজারে জ্বালানির কিছু সরবরাহ করতে।’
২০১৯ সালের অক্টোবরে বেকারত্ব মোচন, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্নীতির অবসানের দাবিতে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন সাদ আল-হারিরি। ওই বছরের শেষ থেকেই লেবাননের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে।
গত বছরের আগস্টে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির অর্থনীতি আরেক দফা ধাক্কা খায়। বিস্ফোরণের কারণে লেবাননের প্রধান এই বন্দর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় দেশটির আন্তর্জাতিক বাণিজ্য প্রায়ই বন্ধ হয়ে যায়।
ক্রমেই অর্থনৈতিক দুর্গতির দিকে যাওয়া লেবাননের অবস্থার সংস্কারের জন্য সাদ আল-হারিরিকে গত বছরের অক্টোবরে সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়। কিন্তু সরকার গঠনের ব্যর্থতায় এই বছরের জুলাইয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালে নতুন দায়িত্ব পান সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। দায়িত্ব গ্রহণের দুই মাস পর ১০ সেপ্টেম্বর নতুন সরকার গঠনের ঘোষণা দেন তিনি।
সূত্র : আলজাজিরা