পাবনায় স্কুলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

0
0

করোনা মহামারির কারণে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় দেড় বছর বন্ধ ছিল। করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় আজ রোববার থেকে স্কুল খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ বিরতির পর স্কুল খোলার প্রথম দিনে পাবনার স্কুলগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতিও দেখা গেছে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকেরা।

রোববার পাবনার বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে বেশ আনন্দিত শিক্ষার্থীরা। স্কুলে অনেকদিন পর বন্ধুদের দেখা পেয়ে এক অপরের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত তারা।  তবে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেলেও জেলার প্রথম সারির বেশ কয়েকটি স্কুলে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানায় গাফিলতি দেখা গেছে। এমনকি কিছু স্কুলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার আসনগুলোতে ধুলো-ময়লা পড়ে থাকতেও দেখা গেছে।

পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় ও পুলিশ লাইনস স্কুল ঘুরে দেখা যায়, অনেক শ্রেণিকক্ষে একটি বেঞ্চে তিনজন, কোথাও চারজন করে শিক্ষর্থী বসানো হয়েছে। অনেক শিক্ষার্থী মাস্ক না পরেই চলে এসেছে স্কুলে। এমনকি স্কুলে প্রবেশের পরে কোনো শিক্ষার্থী হাত ধুচ্ছে ন

স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। কয়েকজন অভিভাবক জানান, স্কুলের প্রবেশ মুখে নেওয়া হয়নি তেমন কোনো পদক্ষেপ। একই বেঞ্চে তিনজন থেকে চারজন করে বসতে দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের টিকার আওতায় না নিয়ে আসায় চিন্তিত অভিভাবকেরা।

এসব বিষয় নিয়ে জানতে চাইলে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, দীর্ঘ বিরতির পর রোববার পুনরায় স্কুলের কার্যক্রম শুরু হলো। তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here