কাঙ্খিত মাত্রায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি: তাজুল ইসলাম

0
0

আশানুরূপ মাত্রায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রবিবার সকালে, সচিবালয় পরিচ্ছন্নকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এ মাসেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল।

সতর্কতা অবলম্বন করায় এবার আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে রাজধানীর সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।

 

তিনি বলেন, অতীতের যে-কোনও সময়ের তুলনায় পরিচ্ছন্নতার দিক থেকে ঢাকা শহরের পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। একই সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন চলতি মাসের মধ্যে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। একই সাথে মশা নিধনের জন্য কীটনাশক আমদানিতে শুল্কহার যৌক্তিক অবস্থায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here