ইসলামাবাদ থেকে কাবুল পর্যন্ত ফ্লাইট আগামী সপ্তাহে পুনরায় যাত্রা শুরু করবে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি শনিবার এ কথা জানায়।
তালেবান গত মাসে ক্ষমতা দখলের পর এটি প্রথম বিদেশী বাণিজ্যিক ফ্লাইট যেটি পুনরায় চালু হচ্ছে।
পিআইএ’র মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, ‘আমরা ফ্লাইট পরিচালনার জন্য প্রযুক্তিগত ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক বিমান এয়ারবাস এ-৩২০ কাবুলের উদ্দেশে ১৩ সেপ্টেম্বর ইসলামাবাদ থেকে উড্ডয়নের কথা রয়েছে।’
সূত্র : বাসস