মন্ত্রিত্ব নয়, সন্তানের জন্ম দেয়াই মহিলাদের কাজ বলে মন্তব্য করেছেন তালিবানের নয়া মুখপাত্র সৈয়দ জাখরুল্লা হাসিমি। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তার এই সাক্ষাৎকারে ভিডিও ব্যাপকভাবে শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
মহিলাদের মন্ত্রিত্ব করতে বাধা কোথায়? এমন প্রশ্নে তালেবান মুখপাত্র বলেন, আপনি কি তাদের (মহিলা) ঘাড়ে এমন দায়িত্ব চাপিয়ে দেবেন, যার ভার তারা বইতে পারবেন না, মন্ত্রিত্ব করা মহিলাদের কাজ নয়। তাদের কাজ হওয়া উচিত সন্তান জন্ম দেয়া। তাই আমরা কোনও মহিলাকে মন্ত্রী করিনি।
আফগানিস্তানের তালেবান মন্ত্রিসভায় এক জন মহিলাও স্থান পাননি। অথচ আফগান সমাজের অর্ধেকই মহিলা। এ বিষয়ে হাসিমির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মন্তব্য করেন, আমরা তাদের অর্ধেক মনে করি না। গত ২০ বছর যুক্তরাষ্ট্রের মদতে গড়া সরকার মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দেয়ার নামে পতিতাবৃত্তি চালু করেছিল। আমরা তা হতে দেব না।
সব নারীকে পতিতাবৃত্তির অভিযোগে অভিযুক্ত করতে পারেন না, এমন প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র সাঈদ জাখরুল্লাহ হাশিমি বলেন, আমি সব আফগান নারীর কথা বোঝাইনি। যে চার-পাঁচজন নারী রাস্তায় বিক্ষোভ করছে তারা আফগানিস্তানের সব নারীর প্রতিনিধিত্ব করে না। আফগান নারী তারাই যারা আফগানিস্তানের জন্য সন্তান জন্ম দিয়ে তাদের ইসলামি আইন অনুযায়ী নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে।
অধিকারের দাবিতে সম্প্রতি আফগান মহিলাদের একাংশকে পথে নেমে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। দাবি উঠেছে মন্ত্রিসভায় মহিলাদের শামিল করারও। এ প্রসঙ্গে হাসিমির মন্তব্য, যে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা আফগান সমাজের প্রকৃত প্রতিনিধি নন।