হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হলেন মুফতি ইয়াহিয়া

0
16

হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) পদে নিয়োগ দেয়া হয়েছে মুফতি ইয়াহিয়াকে। এর মধ্য দিয়ে মাদরাসাটির সাবেক মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

এ বৈঠকে ‘মঈনে মুহতামিম বা সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন, শিক্ষা পরিচালক মাওলানা কবির আহমেদ, সহকারী শিক্ষা পরিচালক মাওলানা ওমর মেখলীর নাম ঘোষণা করা হয়।

বুধবার মাদরাসার শূরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বৈঠক চলাকালীন মুফতি আব্দুস সালামকে মহাপরিচালক নির্বাচিত করার কিছুক্ষণ পরেই ইন্তেকাল করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মাদরাসার শূরা সদস্য ও ফটিকছড়ির নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন বলেন, মুফতি আব্দুস সালামের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে শূরা বৈঠক মুলতবি ঘোষণা করা হয়।

এর আগে, হাটহাজারী মাদরাসার মুহতামীম নির্বাচনের বৈঠক চলাকালীন বেলা সাড়ে এগারটার দিকে বৈঠকের মধ্যে মুফতি আব্দুস সালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুফতিয়ে আযম আব্দুস সালাম চাটগামীর হঠাৎ ইন্তেকালে হাটহাজারী মাদরাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে শোকের মাতম চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here