শুধু শিল্পী সমিতি না, জীবনে কোনো নির্বাচনই আর করুম না : ডিপজল

0
5

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন মনোয়ার হোসেন ডিপজল। এমন গুঞ্জনের বিপরীতে জানতে চাইলে ডিপজল সমকালকে বলেন, ‘শুধু শিল্পী সমিতি কেন, জীবনে আর কোনো নির্বাচনই করমু না।’

সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে, জায়েদ খানের প্যানেলে নির্বাচন করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই খল অভিনেতা। বিষয়টি নাকচ করে দিয়ে ডিপজল বলেন, ‘আমি নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা? আমার সাথে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে ক্যামনে, আমার সাথে কথা কইলেই তো জিনিসটা দিনের মতও পরিস্কার হইতো।’

কেন নির্বাচন করবেন না? এর জবাবে ডিপজল বলেন, ‘আমার শরীর ঠিক নাই। ওপেন হার্ট সার্জারি করছি, কয়দিন আগে চক্ষু অপারেশন করাইলাম। শরীর ফিট নাই ভাই। এখন আর নির্বাচনের চিন্তা করুম না। শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনই করুম না। ভাবছিলাম সংসদ নির্বাচন করুম, কিন্তু এখন আর কোনো পরিকল্পনা রাখি নাই। আমার শরীরটা ভালো না। ভালো হইলেও নির্বাচন করুম না। আমার জন্য দোয়া কইরেন।’

ডিপজল আরও জানান, অনেক কাজ হয়েছে। এখন আমার বিশ্রাম দরকার। তাই বিশ্রামে থাকতে চাই। নাতি নাতনিদের নিয়ে খেলাধুলা করে জীবন কাটামু। পাশাপাশি ভালো লাগলে দু একটি ছবিও করুম।

পরীমণি আটকের ঘটনায় ডিপজলকে এফডিসিতে দেখা গিয়েছিল। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। পরীমনি প্রসঙ্গে তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে বক্তব্য প্রদান করেন।

মনোয়ার হোসেন ডিপজল ১৫ জুন, ১৯৫৮ সালে ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার। তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here