রংপুরের বদরগঞ্জের কুতুবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন মারা গেছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০দিকে বদরগঞ্জ থেকে কুতুবপুর যাওয়ার পথে মোল্লাপাড়া খিআর পাড়ায় বাড়ি আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ইউক্যালিপটাস গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্যালক রনি মিয়া (১৭) মারা যান। গুরুতর আহত অবস্থায় দুলাভাই ইউসুফ আলী (৩৪) ও নাহিদ মিয়াকে (২৭) প্রথমে বদরগঞ্জ হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বুধবার দুপুরে তারা মারা যান।
ওসি জানান, বদরগঞ্জের খিয়ারপাড়া গ্রামের আব্দুল ওহাব লালটুর জামাই নিহত নাহিদ ও ইউসুফ। বাচ্চুর বাড়ি চট্টগ্রামের হালিশহরে এবং নাহিদের বাড়ি নড়াইলের পালশা এলাকায়। নাহিদ শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। রনি তাদের শ্যালক।