বিস্তর টালবাহানার পর শেষ পর্যন্ত আফগানিস্তানের নতুন অন্তর্বর্তী সরকার ঘোষণা করল তালেবান। কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে সেই সরকারের নেতৃত্ব দেবেন মোল্লাহ মুহাম্মদ হাসান আখুন্দ। দোহায় তালেবানের রাজনৈতিক দফতরের চেয়ারম্যান মোল্লাহ আব্দুল গনি বারাদরকে কার্যনির্বাহী উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে।
অন্য তালেব নেতাদের তুলনায় কম পরিচিত মুখ হলেও আখুন্দের নাম রয়েছে জাতিসংঘের জঙ্গি-তালিকায়।
বিশেষ সূত্র উদ্ধৃত করে একটি পাকিস্তানি দৈনিকের দাবি, নতুন সরকারের প্রধান হিসেবে আখুন্দের নাম প্রস্তাব করেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা নিজেই। হাইবাতুল্লাহকে ইরানের কায়দায় দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে বসিয়ে তার অধীনে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে তালেবান সরকার গড়বে বলে শোনা যাচ্ছিল।
যদিও তার ভূমিকা নিয়ে কোনও ঘোষণা দেয়নি তালেবান। তবে হাইবাতুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, “দেশবাসীকে আশ্বস্ত করছি, নতুন মন্ত্রীরা দেশে শরিয়া আইন এবং ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে কঠোর পরিশ্রম করবেন। দীর্ঘমেয়াদি শান্তি, শ্রীবৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিত করবেন তারা। কেউ যেন দেশ ছাড়ার চেষ্টা না করেন। ইসলামি আমিরাতে কাউকে নিয়েই কোনও সমস্যা নেই। ”
গত ২০ বছর ধরে তালেবানের নীতি-নির্ধারক পরিষদ ‘রেহবারি শুরা’-র প্রধানের পদে রয়েছেন আখুন্দ।
তালেবান প্রতিষ্ঠাতা মোল্লাহ ওমরের সহযোগী এবং হাইবাতুল্লাহর ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত।
কান্দাহরের এই নেতা তালেবানের প্রতিষ্ঠার সময় থেকেই সংগঠনে রয়েছেন। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবানের আগের জামানায় পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রীর পদেও ছিলেন তিনি।
হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি হয়েছেন কার্যনির্বাহী অভ্যন্তরীণ বা স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সিরাজুদ্দিনের সঙ্গে তালেবান এবং আল কায়দার ঘনিষ্ঠ যোগাযোগ।
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা সিরাজুদ্দিনকে ধরতে আমেরিকা ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিল।
কার্যনির্বাহী প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন হাইবাতুল্লাহর শিষ্য এবং মোল্লা ওমরের ছেলে মোল্লা মুহাম্মদ ইয়াকুব। কার্যনির্বাহী পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমির খান মুত্তাকি, উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মদ আব্বাস স্তানিকজাই, কার্যনির্বাহী অর্থমন্ত্রী হেদায়েতুল্লাহ বদ্রি। অর্থাৎ মোটের ওপরে তালেবানের অন্তর্বর্তী মন্ত্রিসভায় ‘জঙ্গি’ তকমা পাওয়া একাধিক শীর্ষ নেতাকে দেখা গেল।
বারাদারের ‘পদাবনতি’ নিয়েও চলছে চর্চা। মনে করা হচ্ছিল, তার নেতৃত্বেই সরকার গড়বে তালেবান। কিন্তু শেষ পর্যন্ত তিনি পেলেন উপ-প্রধানমন্ত্রীর পদ। তার সঙ্গে আব্দুল সালাম হানাফিকেও উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় মোল্লাহ হাসান আখুন্দকে। তালেবান স্পষ্ট করে দিয়েছে, তাদের এই নয়া সরকার একান্তই ‘কার্যনির্বাহী’। স্থায়ী সরকার কবে গঠন হবে, তালেবানের প্রধান মুখপাত্র তথা কার্যনির্বাহী উপ-তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ তা স্পষ্ট করেননি। নির্বাচনেরও কোনও ইঙ্গিত নেই। তালেবান জানিয়েছে, নতুন সরকারের সূচনা উপলক্ষে অনুষ্ঠান হবে পরে কোনও সময়ে। তবে সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য ইতিমধ্যেই রাশিয়া, চীন, পাকিস্তান, ইরান, তুরস্ক এবং কাতারের কাছে তালেবানের আমন্ত্রণ পৌঁছেছে গণমাধ্যমের খবরে জানা গেছে। চীন এবং রাশিয়া ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে, তাদের তালেবানে ‘অ্যালার্জি’ নেই।
মঙ্গলবার অন্তর্বর্তী সরকার ঘোষণার পর জাবিহুল্লাহ বলেন, “সরকারের স্বীকৃতি পাওয়াটা আফগানিস্তানের অধিকার। সব দেশকে বলব, আমাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রাখুন। ”
এই প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত চাভুশোগলু বলেছেন, ‘‘বিশ্বকে আমরা বলব, তাড়াহুড়োর দরকার নেই। পরিস্থিতির ওপর নজর রেখে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ”
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকিও বলেন, ‘‘পুরো বিষয়টি নির্ভর করছে তালেবান কোন পথে এগোয়, তার ওপর। ”