প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত আর অবৈধভাবে ক্ষমতায় আসা দলগুলোর মানুষের জন্য কোনো দায়বদ্ধতা নেই। মানুষের জন্য কোনো কাজ না করে বরং অবৈধভাবে যারা সরকারে আসে, তাদের কাছে ক্ষমতা হয় অর্থ-সম্পদ বানানোর মেশিন।
বুধবার সকালে গণভবন থেকে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, বেদখল হয়ে যাওয়া খাস জমি পুনুরুদ্ধার, জলমহাল, বালুমহালের মতো সরকারী জমির সুষ্ঠু ইজারা ব্যবস্থা আর ভূমি করসহ ভূমি ব্যবস্থাপনা সহজ করতে নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এক ছাদের নিচে সকল সেবা নিশ্চিত করতে ঢাকায় কেন্দ্রীয় ভূমি ভবনের পাশাপাশি ১শ ২৯টি উপজেলা আর ৯শ ৯৫টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করেছে ভূমি মন্ত্রণালয়।
আওয়ামী লীগ সরকারে থাকলে আন্তরিকতা, আদর্শ আর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে তাদের কাজ টাজকা বানানো, জঙ্গিবাদ আর দুর্নীতি।’
এ সময় ‘হাতের মুঠোয় ভূমি সেবা’ এই শ্লোগানে মানুষের ভোগান্তি কমানোর প্রতিশ্রুতি দেন সরকারপ্রধান।
নগরায়নের চাপে কৃষি জমি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখেই দেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন বঙ্গবন্ধু কন্যা।