নোয়াখালীতে চলছে ১৪৪ ধারা, কঠোর অবস্থানে প্রশাসন

0
0

আওয়ামী লীগের ৩ গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে।

আজ সোমবার (৬ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এ সময় জেলা শহর মাইজদী, দত্তেরহাট, সোনাপুর সহ পৌর এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মিছিল-র‌্যালি-শোভাযাত্রা এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সমর্থকরা সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে এবং পৌরসভা চত্তরে আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র শহিদুল্লা খান সোহেল আলোচনা সভা ও রালির ঘোষণা দেন। একই সময় টাউন হল চত্তরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনও সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন।

এই পরিস্থিতিতে পৌর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here