সৌদি আরবের তিনটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল এবং দক্ষিণে নাজরান ও জাজান শহরগুলোকে লক্ষ্য করে শনিবার এই হামলা চালানো হয়।
রবিবার সৌদি কর্তৃপক্ষের বরাতে এমন খবর দিয়েছে আল-জাজিরা।
এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে।
তবে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পূর্বাঞ্চলে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্রটি দাম্মাম শহরের ওপর দিয়ে উড়ে এলে ধ্বংস করে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে সরকারি এসপিএ সংবাদ সংস্থা জানিয়েছে, দাম্মাম শহরতলির আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়া গোলার টুকরায় দুই সৌদি শিশু আহত হয়। আর হালকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪টি বাড়ি।