বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখতে চায়। কারো সাথে যুদ্ধ করতে চায় না। তবে, কেউ যদি আক্রমণ করে তা মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুতি থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের প্রথম সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, উভয় বাহিনী পদোন্নতির ক্ষেত্রে দক্ষরা যেন অবহেলিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এই মর্যাদা ধরে রাখতে হবে। সম্পদের সীমাবদ্ধতা স্বত্বেও, দেশের প্রতি ভালোবাসা থাকলে যেকোনো অর্জন সম্ভব। তার প্রমাণ পদ্মা সেতু।