ত্রাণের জন্য ফের চালু কাবুল বিমানবন্দর

0
0

ত্রাণ গ্রহণের জন্য কাবুল বিমানবন্দর ফের চালু করতে সক্ষম হয়েছে প্রযুক্তিবিদদের একটি দল। আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত এমনটাই জানিয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত কাবুল বিমানবন্দর আবার চালুর তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে রাষ্ট্রদূত বলেছেন, ‘ত্রাণ সহায়তা গ্রহণে কাবুল বিমানবন্দর পুনরায় চালু করতে সক্ষম হয়েছে প্রকৌশলীদের একটি দল।’ শিগগিরই বেসামরিক ফ্লাইট চলাচলের জন্য এটি প্রস্তুত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, কাবুল বিমানবন্দরের রানওয়ে আফগানিস্তান কর্তৃপক্ষের সহায়তায় সংস্কার করা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here