ঢাকা মেডিকেল কলেজ এবং কেরানীগঞ্জ বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ১০১ দালালকে আটক করা হয়েছে। এর মধ্যে ঢামেক থেকে আটক করা হয়েছে ৫০ জনকে। অপর অভিযানে কেরানীগঞ্জের দুই স্থান থেকে আটক করা হয়েছে ৫১ জনকে।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই তিন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা।
কেরানীগঞ্জ বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অভিযান চালায় র্যাব-১০। সংস্থাটির সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব বলেন, বিআরটিএ অফিস থেকে ৩৬ জন এবং পাসপোর্ট অফিস থেকে ১৫ জন দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাব-৩ এর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি সাংবাদিকদের বলেন, র্যাব- ৩ ও মেডিকেল কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৫০ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ৩০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তরা বিভিন্নভাবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুঁসলিয়ে প্রাইভেট ক্লিনিক ও অন্য হাসপাতালে নিয়ে যেতো। ফলে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষতিগ্রস্থ হতো রোগীরা।