ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোর ৩ আরোহী নিহত

0
8

মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইন ক্রস কর‌তে গি‌য়ে পারাবত ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস ছিটকে পড়েছে।

এতে মাইক্রোর ৩ জন আরোহী নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত ট্রেনটি যাওয়ার পথে হোসেনপুর এলাকায় একটি নোহা মাইক্রোবাস দ্রুত রেললাইন অতিক্রম করতে গেলে সংঘর্ষ ঘটে। এতে গাড়িটি ছিটকে পড়ে। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করলেও হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষণ রায় জানান, স্থানীয়দের মাধ্যমে জেনেছি ৩ জন মারা গেছেন। ঘটনাস্থলের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন, ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৫ জন আহত হয়েছেন। তার মধ্যে ৩ জনের অবস্থা খুবই সংকটাপন্ন। তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here