ইউএনও’র বাসভবনে হামলার মামলায় ২ আ.লীগ নেতার জামিন

0
13

বরিশালে ইউএনও’র সরকারি বাসভবনে হামলার অভিযোগে ইউএনও’র নিরাপত্তা রক্ষী আনসার সদস্যদের ছোড়া গুলিতে চোখ হারানো আওয়ামী লীগের ২ নেতার জামিন দিয়েছেন আদালত।

আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে রবিবার বেলা ১২টার দিকে শুনানি শেষে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ্ তাদের জামিন মঞ্জুর করেন।

পুলিশ প্রতিবেদন পর্যন্ত ১০ হাজার টাকা বন্ডে স্থানীয় জামিনদার হিসেবে আসামি পক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসুদ বাবলুর জিম্মায় তাদের জামিন দেয়া হয় বলে জানিয়েছেন আইনজীবী তালুকদার মো. ইউনুস।

জামিনপ্রাপ্তরা হলেন- বিসিসির ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির ও ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তানভীর হাসান। জামিন শুনানির সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত ১২ নেতাকর্মীর জামিন দিয়েছে আদালত। তার আগে গত ২৫ আগস্ট বুধবার ওই দুই মামলায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে জামিন দেয়া হয়।

এ নিয়ে ইউএনও এবং পুলিশের মামলায় জামিন পেলেন আওয়ামী লীগের ২৩ নেতাকর্মী। তাদের মধ্যে ২১ জনকে ঘটনার দিন থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থান হতে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার অভিযোগে সিটি করপোরেশন ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করে ইউএনও’র নিরাপত্তা রক্ষী আনসার সদস্যরা।

তাদের ছোড়া গুলিতে চোখ হারান বিসিসির ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হাসান এবং কাশিপুর ইউনিয়নের সদস্য (মেম্বর) আতিকুর রহমান রায়হান। ঘটনার পর থেকে তারা তিনজনেই ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

এদিকে ইউএনও’র সরকারি বাসভবনে হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ ও ইউএনও বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুটি মামলায় সিটি মেয়রকে প্রধান করে মোট ৬০২ জনকে আসামি করা হয়।

এ মামলায় আসামি হিসেবে ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ছাড়া বিসিসি’র ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহম্মেদ মান্নাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-২। গত ২২ আগস্ট গ্রেপ্তারকৃত ১৮ আসামির জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন। ওই দিনই ইউএনও এবং পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়। আদালত পিবিআইকে ওই মামলার তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হয়।

এ ছাড়া একই দিন গত ২২ আগস্ট রাতে বরিশাল বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় ১৮ আগস্টের ঘটনাটি ভুল বোঝাবুঝি উল্লেখ করে সিটি মেয়র এবং প্রশাসনের মধ্যে সমঝোতা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here