আফগানিস্তান পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত ও যুক্তরাষ্ট্র- শ্রিংলা বিশ্বজমিন

0
0

আফগানিস্তানে পাকিস্তানের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত ও যুক্তরাষ্ট্র। শুক্রবার এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি আরো বলেছেন, তালেবানদের সঙ্গে ভারত এ পর্যন্ত সীমিত পরিসরে যতটুকু যুক্ত হয়েছে, তাতে আফগানিস্তানের নতুন শাসকরা একটি ইঙ্গিত দিয়েছেন। তা হলো, নয়া দিল্লির উদ্বেগের বিষয়ে যুক্তিসঙ্গত থাকবে তারা। ওয়াশিংটন ডিসিতে তিন দিনের সরকারি সফর শেষে তিনি ভারতের একদল সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি আরো বলেন, স্পষ্টতই আমাদের মতো তারাও (যুক্তরাষ্ট্র) সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। আমাদেরকে সূক্ষ্ম দাঁতের চিরুণি দিয়ে পাকিস্তানের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে হবে। তিনি আরো বলেন, আফগানিস্তানে পরিস্থিতি কিভাবে আবর্তিত হয় এ জন্য যুক্তরাষ্ট্র অপেক্ষা এবং পর্যবেক্ষণ নীতি গ্রহণ করবে।

ভারতেরও একই রকম নীতি রয়েছে। এর অর্থ এই নয় যে, আপনি কিছুই করবেন না। এর অর্থ হতে পারে, মাঠ পর্যায়ে পরিস্থিতি এখনও খুব অস্থিতিশীল। তাই কিভাবে পরিস্থিতি আবর্তিত হয়, তা দেখার জন্য সময় দিতে হবে। তালেবানরা যেসব প্রতিশ্রুতি দিয়েছে প্রকাশ্যে, তারা তা রক্ষা করছে কিনা তা দেখতে হবে। কিভাবে সেই প্রতিশ্রুতি কাজ করে তাও দেখতে হবে। শ্রিংলা আরো বলেন, তালেবানদের সঙ্গে আমাদের যোগাযোগ সীমিত। এর অর্থ এই নয় যে, আমরা তাদের সঙ্গে শক্তিশালী এক সংলাপে লিপ্ত। ন্যূনতম পক্ষে, তালেবানরা দৃশ্যত এমন ইঙ্গিত দিয়েছে যে, ,তারা বিষয়গুলোকে যেভাবে মোকাবিলা করছে তা যৌক্তিক হবে।

সম্প্রতি কাতারের রাজধানী দোহা’য় ভারতীয় রাষ্ট্রদূত তালেবানের এক সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করেন। এ প্রসঙ্গে শ্রিংলা বলেন, বিবৃতিতে আমরা বলেছি- আমরা তাদেরকে বলেছি যে, তাদেরকে সন্ত্রাসের বিষয়ে সচেতন থাকবে হবে। যাতে আফগানিস্তানের ভিতরকার সন্ত্রাস আমাদের বিরুদ্ধে বা অন্য কোনো দেশের বিরুদ্ধে সরাসরি ব্যবহার করা না হয়। আমরা তাদেরকে নারী, সংখ্যালঘু এবং অন্যদের মর্যাদার বিষয়ে মনে করিয়ে দিয়েছি। আমি মনে করি, তারা আমাদেরকে তাদের পক্ষ থেকে নিশ্চয়তা দিয়েছেন।
ওয়াশিংটন সফরকালে ভারতের এই শীর্ষ কূটনীতিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং শিল্প ও থিংক ট্যাংক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে। বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রিংলা বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে। ১৫ই আগস্টের দিকে তাকান। এদিন আকস্মিকভাবে দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। আর তালেবানরা এসে পড়লো। পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে যে তা অস্থিতিশীল। তাই সেখানকার পরিস্থিতি নিয়ে মন্তব্য করা কঠিন।
শ্রিংলা বলেন, যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে দেখবে, আফগানিস্তান পরিস্থিতিতে কিভাবে বিভিন্ন শক্তি যুক্ত রয়েছে। আফগানিস্তানের একটি প্রতিবেশী পাকিস্তান। তারা তালেবানদের সমর্থন দিয়েছে এবং লালন পালন করেছে। সেখানে অনেক ‘এলিমেন্টস’ আছে, যাকে সমর্থন করছে পাকিস্তান।
একই সময়ে তিনি উল্লেখ করেন যে, ভারতের প্রেসিডেন্সির সময়ে আফগানিস্তান পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে রেজ্যুলুশন অনুমোদন করেছে, তাতে জাতিসংঘের অবরোধের তালিকা বর্ণনা করা হয়েছে। এতে রয়েছে জৈশ-ই মোহাম্মদ এবং লস্করে তৈয়বা’র নাম। আফগানিস্তানে এই দুটি সন্ত্রাসী গ্রুপেরই উপস্থিতি রয়েছে। তাদের অবাধ প্রবেশ এবং ভূমিকা নিয়ে আমরা উদ্বিগ্ন। বিষয়টি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবো। এর প্রেক্ষাপটে পাকিস্তানের ভূমিকাকে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here