তিস্তায় সহস্রাধিক পরিবার পানিবন্দী

0
0

উজান থেকে নেমে ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি বৃদ্ধি পাওয়া নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। চরাঞ্চলের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এ দিকে বন্যার শঙ্কায় অনেক পরিবার তাদের গৃহপালিত পশুপাখি অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে। গত বুধবার হতে পানি বৃদ্ধি পেতে শুরু করে। সরকারিভাবে উপজেলায় পানি পরিমাপের কোনো পয়েন্ট না থাকায় বেসরকারি উন্নয়ন সংস্থার পানি পরিমাপ পিলারে দেখা গেছে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার বিভিন্ন শাখানদী পানিতে থৈ থৈ করছে। চরাঞ্চলে বসবাসরত পরিবারগুলো ইতোমধ্যে নৌকা দিয়ে যাতায়াত শুরু করেছে।

বেলকা নবাবগঞ্জ চরের লাল মিয়া জানান, গত দু’দিন ধরে পানি বৃদ্ধি পেতে শুরু করায় এখন নৌকা দিয়ে নদী পার হতে হচ্ছে। নিচু এলাকার বসত বাড়ির ঘরের ভেতরের পানি উঠছে। এ অবস্থা চলতে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বন্যা দেখা দেয়ার সম্ভবনা রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানদের দেয়া তথ্য মোতাবেক ৮৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here