কাশ্মিরের মুসলিমদের পাশে থাকবো, বার্তা আফগানিস্তান থেকে

0
0

ক্ষমতার পালাবদলে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর থেকেই ভারতের ভয় দেশটির মাটি এবার হয়তো ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে। ভারতের সে ভয় আরও বাড়িয়ে দিয়েছে তালেবানের এক মুখপাত্রের বয়ান।

সুহাইল শাহিন নামের ওই মুখপাত্র বলছেন, কাশ্মির, ভারত বা পৃথিবীর যেকোনো প্রান্তের মুসলিমদের হয়ে কথা বলার অধিকার মুসলিম হিসেবে আমাদের আছে। আমরা অবশ্যই কথা বলবো। আমরা অবশ্যই বলবো, মুসলিমরাও আপনাদের দেশেরই মানুষ, আপনাদেরই নাগরিক। আপনাদের আইনেই তাদের সমান অধিকারের কথা বলা আছে।

তবে শাহিনের এমন বক্তব্য কাশ্মির নিয়ে গোষ্ঠীটির আগের বক্তব্যের স্ববিরোধী। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার কয়কদিন পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল কাশ্মিরের বিষয়টি দ্বিপক্ষীয় এবং দু’দেশের অভ্যন্তরীণ বিষয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলছেন, ভারতের লক্ষ্য হলো আফগানিস্তানের মাটি যাতে কেনোভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে না পারে তা নিশ্চিত করা।

ভারত ও তালেবানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাসের কাছে এ বিষয়ে তাদের চিন্তা-ভাবনার কথা বলেছিলেন।

ভারতের ভয় হলো আফগানিস্তান এখন ইসলামিক সন্ত্রাসের কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। এরআগে সন্ত্রাসী গোষ্ঠী আইএস ও আল-কায়েদা রাষ্ট্রপ্রতিষ্ঠার চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। কিন্তু আফগানিস্তান ইতোমধ্যে একটি স্বাধীন রাষ্ট্র। সুন্নি ও ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানকে তাদের অভয়ারণ্যে পরিণত করবে বলে ভয় পাচ্ছে ভারত।
এ অবস্থায় ভারত জম্মু এবং কাশ্মিরের নিরাপত্তা জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে তালেবানের সুসম্পর্ক আছে। তারা তালেবানকে প্রভাবিত করার চেষ্টা করবে বলেও ভয় ভারতের।

সম্প্রতি পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের এক নেতা বলেছেন, ভারতের হাত থেকে কাশ্মিরের স্বাধীনতার জন্য তালেবান পাকিস্তানকে সাহায্য করবে। নিলাম ইরশাদ নামের ওই নেতা একটি টকশোতে আরও বলেন, তালেবান বলেছে, তারা আমাদের সাথে আছে এবং কাশ্মিরের স্বাধীনতার জন্য তারা আমাদের পাশে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here