নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম। গতকাল তাকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে বহাল করা হয়েছে।
মো. শহিদুল ইসলাম পটুয়াখালীর দশমিনা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জš§গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি), বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি), কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ, এফআইসিএসডি, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি), সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে নানা পদে দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ ও পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।