জামিন না হলে প্যারোলে পরীমনির মুক্তি চাইবেন পরিচালক

0
9

মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি কারাগারে। এখনও তার জামিন মেলেনি। জামিন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।

তবে কাল জামিন না হলে প্যারোলে পরীমনির মুক্তি চাইবে ‘প্রীতিলতা’ সিনেমার পরিচালক ও তার টিম।

বেশ কয়েক বছর আগে ‘প্রীতিলতা’ সিনেমাটির মহরত হয়। সিনেমাটিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করবেন পরীমনি। পরীমনিকে নিয়ে প্রীতিলতার লুকও প্রকাশ করা হয়েছিল। শুটিংয়ের দিন-তারিখ ঠিক হয়েছিল।

কিন্তু নায়িকা হঠাৎ গ্রেফতার হওয়ায় বিপাকে পড়েন নির্মাতা রাশিদ পলাশ ও তার টিম।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা পরীমনি ছাড়া কাউকে আমাদের সিনেমায় প্রীতিলতা চরিত্রে চিন্তা করতে চাই না। প্রীতিলতা হিসেবে তাকেই আমরা সবার সামনে দেখেয়েছি। তাকে নিয়েই ছবিটি করতে চাই।

‘পরীমনি যদি মুক্ত না হন, তবে সিনেমার স্বার্থে আমরা প্যারোলে তার মুক্তি চাইব।’

রাশিদ পলাশ বলেন, পৃথিবীতে অনেক উদাহরণ আছে সিনেমার শুটিংয়ের জন্য শিল্পীদের প্যারোলে মুক্তি দেওয়া হয়। একজন শিল্পীর সঙ্গে অনেক কিছুই জড়িত। অনেক অর্থনৈতিক লোকসানের বিষয়ও থাকে। এ বিষয়টি আমরা আদালতে তুলে ধরব।

S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here