ইরান থেকে তেল আমদানিতে বিরক্ত হয়েছে আমেরিকা ও ইসরায়েল: হিজবুল্লাহ

0
19

ইরান থেকে লেবাননের জন্য তেলের যে সহযোগিতামূলক চালান আসছে তাতে বিরক্ত হয়েছে আমেরিকা এবং ইসরাইল।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ মন্তব্য করেছেন।

তিনি আরও জানান, ইরান থেকে লেবাননের পথে দুটি তেলবাহী জাহাজ রয়েছে এবং শিগগিরই তৃতীয় জাহাজ রওনা হবে।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে দেয়া বক্তৃতায় একথা বলেন। আল-মানার টেলিভিশন চ্যানেল তার এ বক্তব্য সম্প্রচার করে।

হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননে জ্বালানি সংকট দূর করার জন্য তেহরানের সঙ্গে আরও একটি চুক্তি হয়েছে যার আওতায় জ্বালানি ভর্তি তৃতীয় ট্যাংকার পাঠাবে ইরান।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, “তৃতীয় জাহাজ ভর্তির ব্যাপারে আমরা সম্মত হয়েছি। তেলের চালান নিয়ে যেসব সন্দেহ প্রকাশ করা হয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে ভুল প্রমাণিত হবে এবং প্রথম জাহাজ লেবাননে পৌঁছানোর পর আমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে। ইরান থেকে তৃতীয় জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা দেওয়ার পাঁচদিন পর এসব কথা বললেন হাসান নাসরুল্লাহ।

তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের চলমান সংকট দেখা দিয়েছে। এছাড়া, সিরিয়ার বিরুদ্ধে আরোপ করা মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে লেবাননের অর্থনীতির ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here