প্রেমিক যশের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন নুসরাত

0
18

টলিউডের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান সব জল্পনার শেষে গতকাল বৃহস্পতিবার ছেলের মা হয়েছেন। এ সময় সার্বক্ষণিক তার পাশে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত। নুসরাতের সদ্যজাত সন্তানের ছবি এখনো প্রকাশ্যে না আনলেও কি নাম রেখেছেন তা জানানো হয়েছে।

জানা গেছে, যশের (Yash) নামের ‘Y’ অক্ষর দিয়ে নুসরাতের সদ্যজাত সন্তানের নাম রাখা হয়েছে। নুসরাতের ছেলে সন্তানের নাম ‘ঈশান’, ইংরেজিতে (Yishaan)। তবে এখনও এ সন্তানের বাবাকে সে বিষয়ে কোনো কথা বলছেন না নুসরাত। শোনা যাচ্ছে, নিজের পরিচয়েই ছেলেকে রাখতে চান নুসরাত।

পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমের মাধ্যমে ছেলের জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আপনাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছায় আমার সন্তান ভালোভাবে জন্ম নিয়েছে। আশীর্বাদ করবেন সেযেন ভালো মানুষ হয়। ’
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবর, সন্তান জন্ম নেওয়ার সময় হাসপাতালে নুসরাতের পাশে যশ ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। এমনকী, নুসরাতের বাবা-মাকেও দেখা যায়নি। এ থেকে নেটিজনদের ধারণা, সন্তানের বাবার নাম নুসরাত প্রকাশ না করলেও অনেকটাই স্পষ্ট সদ্যজাতের পিতা কে?

এদিকে, সদ্য মা হওয়া নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, নুসরাতকে অনেক অভিনন্দন। বসিরহাটের তৃণমূল সাংসদ এবং তার সদ্যোজাত সন্তানের সুস্থ সুন্দর জীবন কামনা করেছেন মমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here