করোনা চিকিৎসায় সিআইএমসিএইচে যুক্ত হলো আরও ৩০ বেড

0
0

করোনাভাইরাস চিকিৎসায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (সিআইএমসিএইচ) যুক্ত হয়েছে আরও ৩০টি বেড। শনিবার কোভিড-১৯ চিকিৎসা সরেজমিনে পরিদর্শন করতে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

হাসপাতালে ৯০ শয়্যা থেকে ১২০ শয্যা করার সিদ্ধান্ত নেয় ব্যবস্থাপনা কমিটি। তাছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন অক্সিজেন ম্যানিফোল্ড স্থাপন, বায়প্যাপ মেশিন ও অক্সিজেন কনসেনসহ যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়। এছাড়াও কোভিড-১৯ রোগ নির্ণয়ের জন্য র‌্যাপিড এন্টিজেন টেস্টের অনুমোদনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
সিআইএমসিএইচে কোভিড চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কোভিড চিকিৎসায় দৃশ্যমান উন্নতি সাধন করেছে।

তিনি বলেন, ২০২০ সালের মে মাসেও এই হাসপাতাল পরিদর্শনে এসেছিলাম। তখন মাত্র ৩০ শয্যায় কোভিড আক্রান্তদের চিকিৎসা দেয়া হত। ক্রমান্বয়ে সিআইএমসিএইচ সেবার পরিধি বাড়িয়ে সেটাকে ৯০ শয্যায় উন্নীত করেছে। সাথে ৬টি করোনা স্পেশালাইজড এইচডিইউ ও আইসিইউ বেড স্থাপন করায় ধন্যবাদ জানান।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এক্সিকিউটিভ কমিটির (ইসি) সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, কোভিড-১৯ প্যানডেমিক পরিস্থিতির শুরু থেকেই চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন, বায়প্যাপ মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা (এইচএফএনসি) ও চিকিৎসক, নার্স ও সাপোর্টিং স্টাফের সমন্বয়ে একটি ডেডিকেটেড টিমের মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করে যাচ্ছেন। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা সার্বক্ষণিক তদারকি করার জন্য রয়েছে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. টিপু সুলতানের নেতৃত্বে ৭ সদস্যের কোভিড-১৯ ম্যানেজম্যান্ট কমিটি। গত ৩১ জুলাই কোভিড-১৯ ইউনিটে রোগী ভর্তি আছেন ৮৯ জন। এইচডিইউ ও আইসিউ ৬টি বেডই কোভিড-১৯ আক্রান্ত রোগী দ্বারা পরিপূর্ণ। আজকে সংকটাপন্ন রোগীর সংখ্যা ২১ জন।

সিআইএমসিএইচ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এক্সিকিউটিভ কমিটির (ইসি) সেক্রেটারী অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজের সঞ্চালনায় কোভিড-১৯ চিকিৎসা সংক্রান্ত মতবিনিময় সভা শনিবার সকাল সাড়ে ১১টায় সিআইএমসিএইচ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রসাশক মমিনুর রহমান, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. বদিউল আলম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমির হোসাইন, সিআইএমসিএইচের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here