একসপ্তাহে বিশ্বে করোনায় ৫৬ হাজার মৃত্যু, শনাক্ত ৩৬ লাখ

0
0

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে করোনায় গত সাত দিনে ৫৬৭১৮ লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২২ জুলাই। এদিন মৃত্যুবরণ করেন ৮ হাজার ৯৩০ জন। একইসময়ে বিশ্বব্যাপী সংক্রমিত হন ৩৬ লাখ ৪০ হাজার ২২৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ রোববার (২৫ জুলাই) সকালের তথ্য অনুযায়ী গত ১৮ জুলাই করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮ জনের। ১৯ জুলাই মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৭৫ জনের। একদিন বাদে ২০ জুলাই মৃত্যুর সংখ্যা খানিকটা বেড়ে এদিন মৃত্যু হয় ৮ হাজার ৩২৭ জনের। ২১ জুলাই এ সংখ্যা দাড়ায় ৮ হাজার ৬৯২। পরে ২২ জুলাই সপ্তাহের সর্বোচ্চ মৃত্যু হলে একদিন বাদে তা কিছুটা কমে আসে। ২৩ জুলাই মৃত্যু হয় ৮ হাজার ৬৮৫ জনের। আর গতকাল ২৪ জুলাই (শনিবার) ভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২০১ জন।

অপরদিকে ১৮ জুলাই বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনায় সংক্রমিত হন ৪ লাখ ৯৩ হাজার ২৬৯ জন। পরদিন সংক্রমিত হন ৪ লাখ ৩৩ হাজার ৮৮ জন। ২০ জুলাই এ সংখ্যা খানিকটা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ১৭ হাজার ২৫৬ জনে। ২১ জুলাই একইহারে বেড়ে একদিনে শনাক্ত হয় ৫ লাখ ৬১ হাজার ৯৮১ জন। পরদিন এ সংখ্যাটা ছিলো ৫ লাখ ৭১ হাজার ৩৪৯। ২৩ জুলাই সপ্তাহের সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয় বিশ্বব্যাপী। এদিন নতুন করে সংক্রমিত হয় ৫ লাখ ৭১ হাজার ৪৯১ জন। গতকাল সংক্রমণের পরিমাণ কিছুটা কমেছে। এদিন সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৭৯৪ জন।

ওয়ার্ল্ডও-মিটার বলছে, বিশ্বে করোনায় শনাক্তের পর এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ২৮ জন। বিশ্বব্যাপী এ মহামারিতে মৃত্যুবরণ করেছেন ৪১ লাখ ৬৮ হাজার ৪৬৬ জন।

বিশ্বব্যাপী চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৬৩৬ জন। শুরু থেকে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১৯ কোটি ৪৪ লাখ ১১ হাজার ১৩০ জন।

এদিকে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে ৮৩ হাজার ৮৬৩ জনের অবস্থা গুরুতর। শতকরা গুরুতর রোগীর সংখ্যা ০ দশমিক ৬ শতাংশ। ঝুঁকিমুক্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭৭৩। শতকরা ৯৯. ৪ শতাংশ।

বিশ্বে যতলোক করোনায় সংক্রমিত হয়েছেন তার মধ্যে ২ শতাংশ মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ৯৮ শতাংশ লোক।

বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৬৭১ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৭১৩ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৭ হাজার ১২৩ জন। সর্বমোট করোনা পরীক্ষা হয়েছে ৫২ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৩০৯টি।

সংক্রমণ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এশিয়ার এই দেশটিতে এখনও পর্যন্ত ৩ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৪৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫৮৫ জনের। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৪৯০ জন।

শনাক্ত তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন ১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ৭৬০ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৫০০ জনের। সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৫৩৪ জন।

আরও পড়ুন: জাপানের উপহারের আড়াই লাখ টিকা পৌঁছেছে

ব্রাজিলের পর যথাক্রমে আক্রান্ত বিবেচনায় দশ দেশের তালিকায় রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইতালি ও স্পেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here