হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬দিন আমদানি রফতানি বন্ধ

0
0

হিলি প্রতিনিধি: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আজ থেকে টানা ৬দিন আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি ব্যাতিত বন্দরের সকল কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছে বন্দর কতৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ২১শে জুলাই বুধবার মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। তাই যথাযথভাবে দিনটি উদযাপনের লক্ষ্যে আজ ১৯শে জুলাই সোমবার থেকে আগামী ২৪ জুলাই শনিবার পর্যন্ত টানা ৬দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। সে মোতাবেক আজ সোমবার সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ২৫শে জুলাই রবিবার থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পুনরায় আমদানি রফতানি শুরু হবে ।

হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত স্যানাল বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে আমদানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্টগন আজ থেকে ৬দিন আমদানি রফতানি বন্ধ ঘোষনা করলেও আজ সকাল থেকে বন্দরের ভেতরের সকল কার্যক্রম খোলা রয়েছে। পুর্বের আমদানিকৃত সকল পণ্যগুলো বন্দর থেকে খালাস করে নিতে পারবেন বন্দরের সিআ্যন্ডএফ এজেন্টগন। তবে ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি ২০,২১,২২ এবং ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ব্যাতিত হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম চালু থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here