মহামারিকালে সীমিত পরিসরে দ্বিতীয়বারের মতো হজ পালিত

0
0

নিজস্ব প্রতিবেদক: মহামারি কভিডকালে দ্বিতীয় বছরের মতো সীমিত পরিসরে সৌদি আরবে হজ পালন করছেন মুসলমানরা। মাস্ক আর শারীরিক দূরত্বের নিয়মের সঙ্গে এবার ছিল করোনাভাইরাসের টিকা নেয়ার বাধ্যবাধকতা।

মহামারির মধ্যে এবারও হজে সবার মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হচ্ছে শারীরিক দূরত্বের নিয়মমহামারির মধ্যে এবারও হজে সবার মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হচ্ছে শারীরিক দূরত্বের নিয়ম আধুনিক যুগে গত বছর প্রথম মহামারির কারণে সৌদি আরবের বাইরের কেউ মক্কায় এসে হজে যোগ দিতে পারেননি। এবারও বহাল ছিল সে নিয়ম। স্বাস্থ্যবিধি ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিশেষ ‘স্মার্ট হজ কার্ড’ চালু করেছে সৌদি আরব। তবে হজে অংশগ্রহণকারীর সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। সৌদি আরবে অবস্থান করা মুসলমানদের মধ্যে যারা করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের মধ্য থেকে ১৫০ দেশের ৬০ হাজার জন এবার হজ করতে পারছেন। গতবার নজিরবিহীন বিধিনিষেধকালে মধ্যে মাত্র এক হাজার মুসলমান হজ করার সুযোগ পেয়েছিলেন।

গতকাল সোমবার মক্কার আরাফাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গত শনিবার। হজের সুযোগ পাওয়া মুসলমানরা রোববার সারাদিন মিনায় কাটিয়েছেন ইবাদত বন্দেগিতে।

সোমবার ফজরের নামাজ আদায় শেষে মিনা থেকে হাজিদের নিয়ে যাওয়া হয়েছে আরাফাতের ময়দানে। এখানেই অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। বিদায় হজের স্মৃতিবিজড়িত এ ময়দান প্রকম্পিত হয় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। আরাফাতে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা পাঠ করা হবে। এবার খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা।

সূর্য অস্ত যাওয়ার পর আরাফাত মযয়দান থেকে হাজিরা যাবেন ৮ কিলোমিটার দূরে মুজদালিফায়।  এশার নামাজ পড়ে সেখানেই তারা রাত কাটাবেন। প্রতীকী শয়তানের উদ্দেশে নিক্ষেপের জন্য তাদের সরবরাহ করা হবে জীবাণুমুক্ত করা পাথর।

মঙ্গলবার ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে ফিরবেন মিনায়। সেখানে শয়তানের উদ্দেশে প্রতীকী পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি ও মাথা মুণ্ডণ করে হাজিরা ফিরবেন স্বাভাবিক পোশাকে।

সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here