সব পোশাকশ্রমিককে টিকার আওতায় আনা হবে : গাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (গাসিক) মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘করোনা সংক্রমণ রোধে সব পোশাকশ্রমিককে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। টিকা নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পর্যায়ক্রমে সব পোশাকশ্রমিককে টিকা দেওয়া হবে।’

আজ রোববার সকালে মহানগরীর কোনাবাড়ী এলাকায় তুসুকা ডেনিম লিমিটেড কারখানায় কর্মরত শ্রমিকদের করোনা টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধনকালে গাসিক মেয়র মো. জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ উত্তর) জাকির হাসান, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, মার্কস অ্যান্ড স্পেন্সারের হেড অব কান্ট্রি স্বপ্না ভৌমিক, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং, গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রহমতুল্লাহ্, তুসুকা ডেনিম লিমিটেডের ফিরোজ আলম প্রমুখ বক্তব্য দেন।

সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, ‘কোভিড প্রতিরোধ করার জন্য এর ম্যানেজমেন্টের জন্য আমাদের (গাজীপুরে) টিকাদান কর্মসূচি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং সেটা অব্যাহত রয়েছে। সারা দেশে গার্মেন্টসসহ অন্য কলকারখানার যে শ্রমিকরা রয়েছে তাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিকাদান কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছি।’

সিভিল সার্জন বলেন, ‘আমাদের যে টিকাদান কর্মসূচি তা হসপিটাল বেইজড হয়। কিন্তু আপনারা দেখেন আমরা গার্মেন্টসে গার্মেন্টসে গিয়ে টিকা দিচ্ছি। এ কাজটি করতে আমরা দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়েছি। আমাদের যে টিম রয়েছে তাদের প্রশিক্ষিত করেছি, ভ্যাক্সিনেটর আছে তাদের প্রশিক্ষিত করেছি। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। ঈদের আগে আমরা যারা গার্মেন্টস শ্রমিক ভাই-বোনেরা আছে, তাদের একটা মেসেজ দিতে চাই, আমরা সবাইকেই টিকার আওতায় আনব। এরই অংশ হিসেবে আজকে আমরা চারটি গার্মেন্টেসে টিকাদান কর্মসূচি শুরু করেছি। আজ রোববার ১২ হাজার টিকা দেওয়ার চেষ্টা করবো, যতক্ষণ এটা শেষ না হয় ততক্ষণ চলবে। সোমবার আটটি গার্মেন্টসের শ্রমিকদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করার ইচ্ছা আছে। পর্যায়ক্রমে সব গার্মেন্টসকর্মীকে টিকাদানের আওতায় আনা হবে। দেশে প্রচুর টিকা আছে। তারই অংশ হিসেবে আমাদের এ কার্যক্রম চলবে।’

সিভিল সার্জন জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরে গার্মেন্টসের শ্রমিকদের করোনার টিকা দেওয়া হচ্ছে। এজন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। রোববার তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো অ্যাপারেলস ও রোজ ভ্যালী গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here