গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের তথ্য নিয়ে আজ রোববার সকালে গাজীপুরের চারটি গার্মেন্টসে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। ওই চারটি গার্মেন্টসের অন্তত ১০ হাজার শ্রমিককে নিবন্ধন ছাড়া আজ রোববার টিকা দেওয়া হবে। ক্রমান্বয়ে অন্যান্য গার্মেন্টসেও এই টিকা কার্যক্রম চলবে।

গাজীপুরের কোনাবাড়ীতে কেয়ার বাংলাদেশ এবং সেবা নারী শিশু ও কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় তুসুকা ডেনিম অ্যান্ড ওয়াশিং লিমিটেডে আজ রোববার সকালে এই টিকা কার্যক্রমের উদ্‌বোধন করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এই কার্যক্রমের উদ্‌বোধন করেন।

গাজীপুরের সিভিল সার্জন জানান, এই শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র আগেই নেওয়া হয়েছে। আপাতত সুরক্ষায় রেজিস্ট্রেশন করা হচ্ছে না।

এ সময় বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here