ডেস্ক রির্পোট: বিশ্বে করোনায় যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে ০ দশমিক ৬ শতাংশের অবস্থা গুরুতর। এছাড়া বাকি ৯৯ দশমিক ৪ শতাংশের রয়েছে স্বাভাবিক উপসর্গ। করোনা আক্রান্ত হওয়ার পর পুরো বিশ্বে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১ কোটি ২৭ লাখ ১২ হাজার ৭৪১ জন। এর মধ্যে স্বাভাবিক রয়েছেন ১ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৫৩২ জন। গুরুতর ৭৯ হাজার ২০৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ শনিবার সকালের তথ্য অনুযায়ী বিশ্বে করোনা সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ কোটি ৩৪ লাখ ৯২ হাজার ২০৬ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ৪০ লাখ ৯১ হাজার ৯০৯ জন। বিভিন্ন সময়ে সংক্রমিত হয়েছেন ১৯ কোটি ২ লাখ ৯৬ হাজার ৮৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৫৩ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ৫৭০ জন।
ওয়ার্ল্ডও-মিটার বলছে, বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৮৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৪ হাজার ৬০৬ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৫৩১ জন। সর্বমোট করোনা পরীক্ষা হয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ৮০২টি।
সংক্রমণ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এশিয়ার এই দেশটিতে এখনও পর্যন্ত ৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ১৩ হাজার ১২৩ জনের। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ২ লাখ ২০ হাজার ১৮৩ জন।
শনাক্ত তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন ১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৬৯৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৫০০ জনের। সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৮ হাজার ১০৯ জন।
ব্রাজিলের পর যথাক্রমে আক্রান্ত বিবেচনায় দশ দেশের তালিকায় রয়েছে রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইতালি ও স্পেন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনা সংক্রমণের ৪৯৫ তম দিনে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৪৮ জন। এখনও পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪৬৫ জনের।