নিউইয়র্কের বিলবোর্ডে দেখা যাবে বঙ্গবন্ধুর জীবনী

0
0

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আইকনিক বিলবোর্ডে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও জাতীয় শোকদিবস উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।

উদ্যোক্তারা জানিয়েছেন, ১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু করে পরেরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিটে ১৫ সেকেণ্ড করে পুরো বিলবোর্ডজুড়ে এই প্রদর্শনী চলবে। যার দৈর্ঘ্য হবে মোট তিনঘণ্টা। প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষ ও স্মরণীয় কিছু ছবি।

নিউইয়র্কের এই ভবনটির ঠিকানা ওয়ান টাইমস স্কয়ার। গোটা দুনিয়ার মানুষের কাছে পরিচিত এই ভবনের বিলবোর্টটির উপর থেকেই ইংরেজি বর্ষবরণের বলড্রপ অনুষ্ঠিত হয়। এবার আইকনিক এই বিলবোর্ডটিতেই দেখা যাবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন, আন্দোলন-সংগ্রামের নানা দিক। আর পৃথিবীর মানুষের কাছে বঙ্গবন্ধুকে ভিন্নভাবে তুলে ধরার উদ্যোগটি নিয়েছে, নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।

এই উদ্যোগের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ১৫ আগস্ট জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীর দিনটিতে বিশ্ববাসীর সামনে তার আত্মত্যাগ, বীরত্বগাঁথা তুলে ধরা হবে।

১৫ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের ওয়ান টাইমস স্কয়ারে উপস্থিত হয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here