নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের ছয় জেলায় ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় ৯, ফরিদপুরে ২১, বাগেরহাটে ৫, ময়মনসিংহে ১৭, চুয়াডাঙ্গায় ৮ ও খুলনা ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার এসব তথ্য জানা গেছে।
সাতক্ষীরা প্রতিবেদক জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় ১৭৫ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ১৮.৮৫ শতাংশ। জেলায় মোট করোনাক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮ শ ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫ শত ৩৭ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১ হাজার ২শ ৮।
ফরিদপুরে ২৪ ঘণ্টায় রেকর্ড ২১ জনের মৃত্যু হয়েছে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। জেলায় গতদিনে ৯৬০ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৩০৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৭৩ শতাংশ।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৫ জন মারা গেছে। মৃতদের বয়স ৩৮ থেকে ৭৫ বছরের মধ্যে। তবে এই সময়ে বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। বাগেরহাটে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১০৬ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উপসর্গ নিয়ে জেলায় এপর্যন্ত মারা গেছে ৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮৬ শতাংশ।
খুলনার চারটি হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ১০ জন, উপসর্গে নিয়ে মারা গেছে আরও একজন। খুলনা মহানগরীতে গেল চব্বিশ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করেছেন ৪৬১ জন, করোনায় শনাক্ত হয়েছেন ১৪৯ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শতকরা ৩২ ভাগ।
ময়মনসিংহ মেডিকেলে করোনায় আটজন ও উপসর্গের নয়জনসহ মারা গেছেন মোট ১৭ জন। উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে সাতজন ময়মনসিংহের। বাকি একজন সুনামগঞ্জের, অপরজন গাজীপুরের। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ৭৮ জন ভর্তিসহ চিকিৎসা নিচ্ছেন ৪৩৯ জন। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৬টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ১০৮ জন।
চুয়াডাঙ্গায় সংবাদদাতার তথ্যানুসারে জেলায় ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ৮ জনের। ২৪ ঘণ্টায় মাত্র ৫৪ জনের নমুনায় ৪৪ জন আক্রান্ত। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮১.৪৮ শতাংশ।