এক দিনে ঢাকায় রেকর্ড ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: মহামারি কভিডে নাকাল দেশ। পাশাপাশি চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৮০ জনই ঢাকার। চলতি বছর ঢাকায় একদিনে এটাই সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা গেছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর জুলাইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যাক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ বছর আর কোনো মাসে এত রোগী পাওয়া যায়নি। শুধু জুলাইয়ে এখন পর্যন্ত প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৬৭ জন। তাদের মধ্যেই ৯৯ শতাংশই ঢাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৩৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ৩৩১ জন, আর বাকি পাঁচজন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছর ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত এক হাজার ১৩৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৮০১ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে দুজনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here