ক্রীড় ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রলিয়া ক্রিকেট দল। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করছেন। করোনার কারণে এই সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘অস্ট্রেলিয়া এই সফরে আসছে এটা নিশ্চিত। এ নিয়ে কোনো শঙ্কা নেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি যাতে ভালো হয়, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের অংশ হিসেবে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে সফরটি স্থগিত হয়ে যায়। তবে এবার আর টেস্ট সিরিজ খেলতে নয়, টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অসি ক্রিকেট দল।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসতে চায় অস্ট্রেলিয়া। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মধ্যে আলোচনা চলছে। সফরের সূচি এখনও প্রকাশ করেনি কোনো বোর্ড।