৪৫ জেলা বিএনপির কার্যালয়ে করোনা হেল্প সেন্টার

0
0

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির কভিড-১৯ সংক্রমণ পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ইতোমধ্যে দলের ৪৫টি জেলা কার্যালয়ে হেল্প সেন্টার খোলা হয়েছে।

আজ শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান ইকবাল হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনের পর চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, ঝালকাঠী, সুনামগঞ্জ, চাঁদপুর, নরসিংদী ও গোপালগঞ্জে দলীয় কার্যালয়ের করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়।

ইকবাল হাসান বলেন, ‘আমরা প্রতিটি জেলায় দলের কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাবের সহযোগিতায় করোনা হেল্প সেন্টার খুলেছি। এ পর্যন্ত আমরা ৪৫টি জেলায় সেন্টার খুলেছি। ময়মনসিংহ উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম উত্তর-দক্ষিণ, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, ঝালকাঠী, নরসিংদী, গোপালগঞ্জে হেল্প সেন্টারের উদ্বোধন করব। সব মিলিয়ে আমাদের ৫৩টি হয়ে যাবে।

ইকবাল হাসান আশা করেন, ঈদের আগে বাকি জেলাগুলোয় হেল্প সেন্টারের কাজ শেষ হবে।

হেলথ সেন্টারগুলো থেকে অ্যাম্বুলেন্স সেবা, বাসায় বাসায় অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা থাকবে বলে জানান ইকবাল হাসান। তিনি বলেন, ‘বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জনগণ স্বাস্থ্য-চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহসহ বিভিন্ন সেবা পাবেন।’

বৃহস্পতিবার পুলিশ বরগুনায় বিএনপির হেলথ সেন্টার বন্ধ করে দিয়েছে বলে দাবি করেন টুকু।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাখাওয়াত হাসান জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শ্যামা ওবায়েদ, মোশতাক আহমেদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদসহ বিভিন্ন জেলার নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here