শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ২০০৭ সালের এই দিনে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের এক দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার হওয়ার আগে শেখ হাসিনা দলের প্রবীণ নেতা তৎকালীন সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে যান। এছাড়া গ্রেফতারের আগ মুহূর্তে দেশের জনগণের উদ্দেশ্যে আবেগঘন এক খোলা চিঠিও লেখেন তিনি।

পরবর্তীতে কয়েকটি দুর্নীতির মামলায় দীর্ঘ ১১ মাস জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয় তাকে।

পরে জরুরি অবস্থার মধ্যেই দেশজুড়ে আন্দোলন ও প্রতিবাদের মুখে এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে ২০০৮ সালের ১১ জুন আট সপ্তাহের জন্য জামিনে মুক্তি দেওয়া হয় আওয়ামী লীগ সভাপতিকে। মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে থাকা অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে।

এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। বর্তমানে টানা তৃতীয় মেয়াদে এই দায়িত্ব পালন করছেন তিনি।

প্রতি বছর এই দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন দল ও সংগঠন। দিনটিতে প্রতি বছর নানা কর্মসূচী থাকলেও এবছর করোনা পরিস্থিতির কারণে তা সংক্ষিপ্ত করা হয়েছে।

দিনের কর্মসূচীতে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে। স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়া কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আলাদা কর্মসূচির আয়োজন করেছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা করবে।

দিনটি উপলক্ষ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও প্রার্থনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here