নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে আজ শুক্রবারও থেমে থেমে চলছে যানবাহন। জাতীয় এই মহাসড়কটিতে যানবাহনের প্রচণ্ড চাপ থাকায় সয়দাবাদ, মুলিবাড়ী, কড্ডা, নলকা ব্রিজ ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সৃষ্টি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা।
এদিকে, গতকাল বৃহস্পতিবার থেকে চলমান যানজট কিছুটা কমে এলেও আজ শুক্রবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুর ওপর একটি দুর্ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে আবারও মহাসড়কজুড়ে যান চলাচলে ধীরগতি ও বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গতকাল সৃষ্টি হওয়া যানজট অনেকটাই কেটে যাওয়ার পর আজ শুক্রবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা ঘটে। এতে আবারও যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া প্রচণ্ড চাপ থাকায় মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে। যান চলাচল স্বাভাবিক করতে বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে।