নিজস্ব প্রতিবেদক: নতুন প্রতিমন্ত্রী পাচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদ্য সাবেক জ্যেষ্ঠ সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম পাচ্ছেন এ দায়িত্ব।
আজ শুক্রবার (১৬ জুলাই) সকালে শামসুল আলম নিজেই একাত্তরকে নিশ্চিত করেছেন বিষয়টি।
তিনি জানান, আগামী রোববার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।
এর আগে দীর্ঘ ১২ বছর চুক্তিভিত্তিক পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালন শেষে গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়।
আরও পড়ুন: ঘাটে উপচে পড়া ভিড়: গরমে বিপর্যস্ত যাত্রী ও কোরবানির পশু
শামসুল আলম পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেন। ২০০৯ সালের ১ জুলাই তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন।
কর্মজীবনে তিনি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সংশোধন ও পূর্ণ বিন্যাস, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।