ঢাকার ৬ সরকারি হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ

0
55

নিজস্ব প্রতিবেদক: টানা পাঁচ দিন পর কভিডে মৃত্যুর হার কিছুটা কমে এলেও দৈনিক শনাক্ত এখনও ১২ হাজারের বেশি। এ অবস্থায় রাজধানীতে ছয়টি করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীদের জন্য কোনো আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড ফাঁকা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীর করোনা ডেডিকেটেড ১৬টি হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হলেও সেখানে আইসিইউর ব্যবস্থা নেই।

বাকি ১৩টির মধ্যে ৬টি হাসপাতাল কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতলের ১০ বেড, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ বেড, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতেই রোগী ভর্তি রয়েছেন।

এছাড়া অন্য ৭টি হাসপাতালের মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে দুটি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেডের মধ্যে একটি, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ বেডের মধ্যে দুটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১৩টি, জাতীয় বক্ষ্যব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি ও ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ৪১টি বেড ফাঁকা রয়েছে।

প্রসঙ্গত, কভিড সংক্রমণের এ ঊর্ধ্বগতিতে স্বাস্থ্য অধিদপ্তর আগেই শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, দেশের প্রান্তিক পর্যায়সহ জেলা-উপজেলা ও বিভাগীয় হাসপাতালগুলোয় সাধারণ শয্যা ও আইসিইউ শয্যার সংখ্যা কমে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here