নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ঘিরে তৈরি একটি দালাল চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন চক্রের হোতা সাহাদৎ হোসেন মামুন (৪৬), মহিন উদ্দিন মামুন (৪৬), রহমত উল্লাহ (৩২) ও আকরাম হোসেন (৫২)।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানাধীন ন্যাশনাল হেলথকেয়ার জেনারেল হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সাহাদতের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকার জাল নোট ও ৫৫০ ইয়াবাও জব্দ করা হয়।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক খন্দকার সাইফুল আলম বলেন, মহামারির সুযোগে একশ্রেণির দালাল চক্র রাজধানীর কিছু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে মোটা অঙ্কের কমিশনের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে রোগী বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে হেনস্থা করছে।