নিজস্ব প্রতিবেদক: কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। বিধিনিষেধ তুলে নেওয়ায় চিরচেনা রুপে ফিরে গেছে রাজধানী ঢাকা। তবে স্বাভাবিক জীবনে ফেরার দিনেই দুর্ভোগে পড়েছে নগরবাসীর। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে।
আজ থেকে দোকানপাট, মার্কেট, অফিস-আদালত, গণপরিবহণ চালু হয়েছে। আর তাই কোলাহলও বেড়েছে রাজধানীতে। এদিকে ঢাকায় আজ থেকে গরুর হাট বসছে। যার কারণে ব্যবসায়ী ও খামারির দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে গরু নিয়ে ঢাকায় ঢুকছেন।
আজ সকাল থেকে রাজধানীর ফার্মগেট, নিউমার্কেট, শাহবাগ, বনানী, মহাখালী, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাড্ডা, পল্টন এলাকায় তীব্র যানজটের খবর পাওয়া গেছে। নগরীর ভেতরে চলা বেশির ভাগ বাসে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস চলতে দেখা গেছে।
বেশিরভাগ মানুষকেই মাস্ক পরে চলাচল করতে দেখা যাচ্ছে।
উল্লেখ্য ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ শুরু হবে।