আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৯ জুলাই কভিডের বিধিনিষেধ পুরোপুরি তুলে দিচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। যদিও দেশটিতে কভিডের নতুন ধরন ডেল্টার সংক্রমণ বাড়ছে। তবে বিধিনিষেধ শিথিল করায় গত জুন মাসে দেশটিতে রেকর্ডসংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা প্রায় কভিড-পূর্ব অবস্থার সমান কর্মসংস্থান। বুধবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (ওএনএস) জুনের কর্মসংস্থানের এক প্রতিবেদন প্রকাশ করে। খবর: বিবিসি, রয়টার্স।
ওএনএসের ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যুক্তরাজ্যে রেকর্ড আট লাখ ৬২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৭ হাজার ৫০০ বেশি।
কভিড টিকার প্রয়োগের ফলে আতিথেয়তা ও আবাসন খাতে বেশি অবদান রয়েছে বলে মনে করা হয়।
গত জুনে বেতনভুক্ত কার্মচারীর সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছে, যা কভিড শুরু থেকে সর্বোচ্চ সংখ্যা। শুধু জুনেই তিন লাখ ৫৬ হাজার নতুন কর্মসংস্থান বেড়ে মোট ২৮ দশমিক ৯ মিলিয়নে দাঁড়িয়েছে।
জুনে খাদ্য ও আতিথেয়তা খাতে দ্রুত কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে। গত এপ্রিলে বিধিনিষেধ শিথিল করার পর।
ওএনএসের তথ্য অনুযায়ী, মহামারি পূর্ব অবস্থায় আসতে এখনও দুই লাখ ছয় হাজার বাকি রয়েছে।
এ বিষয়ে ওএনএসের অর্থনীতিবিদ ড্যারেন মরগান বলেন, যদিও মহামারি অসবস্থায় আসতে দুই লাখ বাকি রয়েছে, কিন্তু শ্রমবাজার নিয়মিতই পুনরুদ্ধার হচ্ছে। কর্মসংস্থান দিন দিন বাড়ছে।
ওএনএসের তথ্য অনুযায়ী, বেকারত্বহার কমে চার দশমিক আট শতাংশে নেমেছে।
জুনে শুধু খাদ্য খাতে ৯৪ হাজার কর্মসংস্থান বেড়েছে। প্রশাসনিক খাতে বেড়েছে ৭২ হাজার।